৬ষ্ট ধাপের ইউপি নির্বাচনে গাবতলীতে নৌকার কান্ডারী বাবু ও আলতাবের জয় | Daily Chandni Bazar ৬ষ্ট ধাপের ইউপি নির্বাচনে গাবতলীতে নৌকার কান্ডারী বাবু ও আলতাবের জয় | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২২ ২১:১১
৬ষ্ট ধাপের ইউপি নির্বাচনে গাবতলীতে নৌকার কান্ডারী বাবু ও আলতাবের জয়
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

৬ষ্ট ধাপের ইউপি নির্বাচনে
গাবতলীতে নৌকার কান্ডারী 
বাবু ও আলতাবের জয়

৬ষ্ট ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার গাবতলীতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। নেপালতলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম বাবু নৌকা মার্কা প্রতিক নিয়ে ৭ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার হায়দার গামা (ঘোড়া মার্কা) পেয়েছেন ৫ হাজার ৮’শ ২৭ ভোট। আইয়ুব মাষ্টার (চশমা মার্কা) ১হাজার ৫’শ ৪৭ ভোট পেয়ে তৃতীয়স্থানে রয়েছেন। ৪র্থস্থানে রয়েছেন মনিরুল ইসলাম (আনারস) ৩০৯ ভোট, ৫মস্থানে আবু নাহিদ কবীর মনা (অটোরিক্সা) ১৪৫ ভোট এবং ৬ষ্টস্থানে সবুজ মিয়া (চশমা) ৬৩ ভোট। অপরদিকে সোনারায় ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান আলতাব (নৌকা মার্কা) ৫হাজার ৬’শ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম (চশমা মার্কা) পেয়েছেন ৫হাজার ৫’শ ৪৪ ভোট। ৪হাজার ৫’শ ৬০ ভোট পেয়ে তৃতীয়স্থানে রয়েছেন আজাদুল ইসলাম (মোটর সাইকেল)। এছাড়াও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিম (ঘোড়া) পেয়েছেন ১হাজার ৯’শ ২ ভোট, ইঞ্জিনিয়ার নাজমা আকতার (আনারস) ২’শ ৭৩ ভোট এবং হেলাল উদ্দিন (অটোরিক্সা) ১’শ ৫৩ ভোট। সরেজমিনে ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের বেশ উপস্থিতি। কিন্তু ইভিএমে ভোট দেয়ার অভিজ্ঞতা না থাকায় ভোটগ্রহণে যেমন কর্মকর্তাদের বিড়ম্বনা হয়েছে তেমনি ভোটারদেরও লাইন দীর্ঘ হয়েছে। তবে বিচ্ছিন্নভাবে সোনারায় ইউনিয়নে দু’একটি কেন্দ্রে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাচন ও রিটার্ণিং অফিসার রুহুল আমীন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়া হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন