
গত ২৪ ঘন্টায় বগুড়ায় করোনাভাইরাসে এক তরুণীর মৃত্যু ও নতুন করে আক্রান্ত হয়েছে ১২৬ জন। আর সুস্থ হয়েছে ৫৫ জন।
সোমবার বগুড়া সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ শাহারুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ৩৭৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ১২৬ জন করোনায় আক্রান্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭২ জন, ধুনট ৪, শেরপুর ১১, নন্দীগ্রাম ৩, গাবতলী ৫, শাজাহানপুরে ৯, দুপচাঁচিয়া ৬, আদমদিঘিতে ৮, কাহালু ৬, সোনাতলা ১, শিবগঞ্জে ২ জন। নতুন আক্রান্ত নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলো ২৩ হাজার ৯০৯ জন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৯৭ জন আক্রান্ত হন। জিনএক্সপার্ট টেস্টে ৪জন, টিএমএসএস মেডিকেলে ১৩ আক্রান্ত হন। এন্টিজেন টেস্টে ২২ জন। মারা গেছেন দুপচাঁচিয়া উপজেলার মোছা: সানজিদা (২৩)। তিনি রোববার রাতে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নতুন একজনের মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ৬৯৩ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ৫৫জন। মোট সুস্থ হলো ২১ হাজার ৫৪৯ জন।
এছাড়া জেলার তিন হাসপাতালে করোনায় ৯৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ৪০, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩৩, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৮ এবং জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৬জন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন