আগামী ৫ বছরে ভারতে ৬০ লাখ নতুন কর্মসংস্থানের ঘোষণা | Daily Chandni Bazar আগামী ৫ বছরে ভারতে ৬০ লাখ নতুন কর্মসংস্থানের ঘোষণা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:৩৬
আগামী ৫ বছরে ভারতে ৬০ লাখ নতুন কর্মসংস্থানের ঘোষণা
অনলাইন ডেস্ক

আগামী ৫ বছরে ভারতে ৬০ লাখ নতুন কর্মসংস্থানের ঘোষণা

সাম্প্রতিক সময়ে ভারতে এক বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে বেকারত্ব। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত দেশটিতে বেকারের সংখ্যা অন্তত ৫ কোটি ৩০ লাখ। এদের একটি বড় অংশই নারী, যাদের অনেকে কাজ করার ইচ্ছা থাকলেও কোনো কারণে চাকরি খুঁজছেন না। বেকারদের মধ্যে সাড়ে তিন কোটি মানুষ চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করছেন।

এই বিশাল বেকারত্বের বোঝা মাথা থেকে নামানোটাই এখন কেন্দ্রীয় সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। ২০২২-২৩ অর্থবছরের বাজেটেও বেকারত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে। দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হলে শুধু শিল্পে নয়, কর্মসংস্থানেও সমান গুরুত্ব দিতে হবে। বাজেট পেশের আগেই এ বিষয়টি নিয়ে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও বিষয়টিকে গুরুত্বের সঙ্গেই দেখছেন বলে জানিয়েছেন। বাজেট পেশের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, এটি হবে দেশের আর্থিক উন্নয়নের বাজেট। নির্মলা নতুন বাজেটে ঘোষণা করেছেন যে, আগামী পাঁচ বছরে দেশে নতুন ৬০ লাখ কর্মসংস্থান তৈরি করা হবে।

অর্থমন্ত্রী বলেন, মহামারি পরিস্থিতিতে বিনিয়োগ বাড়তে শুরু করেছে। উন্নত করা হচ্ছে পর্যটন, রেলসহ একাধিক পরিষেবা। আগামী ৫ বছরে এসব খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ৬০ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে। চাকরি পাবেন দেশের বেকাররা।

প্রসঙ্গত, মঙ্গলবারই প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ বাজেট অধিবেশনের শুরুতে জানিয়েছিলেন, দেশের অর্থনীতির উন্নতি হয়েছে। বহু কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হয়েছে। নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে এশিয়ার বৃহত্তম বিমানবন্দর তৈরির কথা বলেছেন, এর কাজ চলছে। তৈরি হচ্ছে বহু স্টার্টআপ সংস্থাও। এসব ক্ষেত্রে প্রচুর কর্মসংস্থান তৈরি হতে পারে বলে আশা প্রকাশ করেন রামনাথ কোবিন্দ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন