ভাইরাল ইউটিউবার বিকাশ গ্রেফতার | Daily Chandni Bazar ভাইরাল ইউটিউবার বিকাশ গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:৩৭
ভাইরাল ইউটিউবার বিকাশ গ্রেফতার
অনলাইন ডেস্ক

ভাইরাল ইউটিউবার বিকাশ গ্রেফতার

‘রুখো জারা, সবর করো’খ্যাত ভারতীয় ইউটিউবার বিকাশ ফাটককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলন করতে উসকানি দিয়েছেন তিনি। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ‘হিন্দুস্তানি ভাউ’ নামে পরিচিত তথাকথিত এ ‘সোশ্যাল ইনফ্লুয়েন্সার’।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, দশম ও দ্বাদশ শ্রেণির অফলাইন পরীক্ষা বন্ধের দাবিতে গত সোমবার মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড়ের বাড়ির সামনে বিক্ষোভ করে কয়েক হাজার শিক্ষার্থী। তাদের দাবি, মহামারির মধ্যে যেহেতু পড়াশোনা অনলাইনে হয়েছে, তাই পরীক্ষাও অনলাইনেই হোক।

পুলিশের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ করতে উসকানি দিয়েছেন বিকাশ। তাকে মুম্বাইয়ের ধারাভি থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারী শিক্ষার্থীদের যেন বাধা না দেওয়া হয়, সে জন্য থানায় গিয়ে অনুরোধও করেছিলেন এ ইউটিউবার। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

এ ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। তাদের নাম ইকরার খান ও বখর খান।

মুম্বাইয়ের ডেপুটি কমিশনার অব পুলিশ (জোন ৫) প্রণয় অশোক জানিয়েছেন, ইনস্টাগ্রাম একটি ভিডিও পোস্ট করে শিক্ষার্থীদের বিক্ষোভ করার জন্য উসকানি দিয়েছিলেন বিকাশ। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সূত্র: পিটিআই, আনন্দবাজার পত্রিকা

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন