শাজাহানপুরে মাদ্রাসার সভাপতির নামে মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar শাজাহানপুরে মাদ্রাসার সভাপতির নামে মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২২ ২১:৩৬
শাজাহানপুরে মাদ্রাসার সভাপতির নামে মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় সংবাদ সম্মেলন
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

শাজাহানপুরে মাদ্রাসার সভাপতির নামে মিথ্যা
সংবাদ প্রকাশিত হওয়ায় সংবাদ সম্মেলন

বগুড়া শাজাহানপুরে মাদ্রাসার সভাপতির নামে মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেছেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি সহ স্থানীয় লোকজন। উপজেলার জয়ন্তিবাড়ী দারুল হুদা বালিকা দাখিল মাদ্রাসায় উক্ত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সম্মেলনে সভাপতি আব্দুল হান্নান, সুপার মাওঃ নজরুল ইসলাম, সহ-সুপার, শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটির সকল সদস্যসহ উপস্থিত লোকজন অভিযোগ করে বলেন বিগত প্রায় ১০/১২বছর যাবৎ পরপর নির্বাচিত হয়ে মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হান্নান অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় বেঞ্চ ও আসবাপত্র সংকট দেখা দেয়ায় গত ডিসেম্বর’২১ মাসে ম্যানেজিং কমিটির আলোচনা সভায় সভাপতি, সুপার, শিক্ষক ও কমিটির সদস্যমন্ডলী বিষয়টি তুলে ধরেন। আলোচনান্তে সভাপতি আব্দুল হান্নান প্রতিষ্ঠান সংলগ্ন তার নিজের জমিতে লাগানো একটি মোটা ইউক্যালিপ্টাস প্রজাতির গাছ কেটে বেঞ্চ ও অন্যান্য আসবাপত্র তৈরীর কাজ করার কথা বললে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সে মোতাবেক গত ১৬ডিসেম্বর’২১তারিখে দিনের বেলা শ্রমিক লাগিয়ে সুপার ও ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে গাছটি কাটা হয় বলে তারা সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। এদিকে উক্ত গাছ কাটাকে কেন্দ্র করে মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে পরাজিত সভাপতি প্রার্থী চোপীনগর ইউপি সদস্য জাহিদুর রহমান ও শিক্ষক প্রতিনিধি পদে পরাজিত প্রার্থী সহকারী শিক্ষক মোঃ শাহ্ আলম সাংবাদিকদের মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সভাপতি কর্তৃক রাতের আঁধারে গাছ কর্তন শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও এলাকার জনসাধারণের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সংবাদ সম্মেলনে তারা উক্ত ইউপি সদস্য ও শিক্ষক কর্তৃক এধরণের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রশাসনের হস্তক্ষেপ ও সু-দৃষ্টি কামনা করেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন