বগুড়ায় করোনায় কিশোরের মৃত্যু নতুন আক্রান্ত ৮৮ | Daily Chandni Bazar বগুড়ায় করোনায় কিশোরের মৃত্যু নতুন আক্রান্ত ৮৮ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২২ ২১:৫৫
বগুড়ায় করোনায় কিশোরের মৃত্যু নতুন আক্রান্ত ৮৮
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনায় কিশোরের
মৃত্যু নতুন আক্রান্ত ৮৮

গত ২৪ ঘন্টায় বগুড়ায় করোনাভাইরাসে নতুন করে এক কিশোরের মৃত্যু এবং আক্রান্ত হয়েছে ৮৮ জন। নতুন করে সুস্থ হয়েছে ৪৩ জন। 

মঙ্গলবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ২৭৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ৮৮ জন করোনায় আক্রান্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৬ জন, শাজাহানপুরে ১২, শেরপুরে ১০, ধুনটে ৫জন, নন্দীগ্রামে ২জন, গাবতলীতে ৯জন, শিবগঞ্জে ৩ জন, কাহালু ৩ ও আদমদিঘি উপজেলায় ২জন। নতুন আক্রান্ত ৮৮ জন নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলো ২৩ হাজার ৯৯৭ জন। 
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৫৫ ও টিএমএসএস হাসপাতালে আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১১ জন আক্রান্ত হন। জিনএক্সপার্ট টেস্টে ১জন, এন্টিজেন টেস্টে ২১ জন। 
গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ৪৩ জন। মোট সুস্থ হলো ২১হাজার ৫৯২ জন। জেলায় নতুন করে মারা গেছেন আরাফাত রহমান (১৭)। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ৬৯৪ জনের।
এছাড়া জেলার তিন হাসপাতালে করোনায় ৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ৪৪, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩৯, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৬ জন রয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন