ইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ | Daily Chandni Bazar ইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:৫২
ইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ
অনলাইন ডেস্ক

ইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

ইউক্রেন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সংলাপ ও সহযোগিতার চেতনা বজায় রেখে এই সঙ্কট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।

বিবৃতি আরও বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে, এই সংকটের সমাধান শান্তিপূর্ণ উপায়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ ও আলোচনার মাধ্যমেই সম্ভব।

সম্প্রতি ইউক্রেন নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে। এরই মধ্যে ইউক্রেন সীমান্তে মোতায়েন করা হয়েছে রুশ সেনা। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরিষ্কার জানিয়েছেন, ইউক্রেনে হামলা হলে রাশিয়াকে দাঁতভাঙা জবাব দিতে মার্কিন সেনারা প্রস্তুত রয়েছে।

এদিকে ইউক্রেন ইস্যুতে সোমবার বৈঠকে বসেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু সেই বৈঠকে মোটেও ভালো অভিজ্ঞতা ছিল না। নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র বিবাদে জড়িয়ে পড়ে।

এসময় জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের স্থায়ী প্রতিনিধি সের্গেই কিসলেসতি বলেন, কোনো ধরনের আগ্রাসন চললে কঠিন পরিণতি ভোগ করতে হবে রাশিয়াকে।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেন যে, ইউক্রেনে যুদ্ধ করার জন্য তার দেশকে লেলিয়ে দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে চায় না। কিন্তু বার বার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই যুদ্ধের আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন