বিজেপিকে ডুবিয়ে মারা দরকার! | Daily Chandni Bazar বিজেপিকে ডুবিয়ে মারা দরকার! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৪৫
বিজেপিকে ডুবিয়ে মারা দরকার!
অনলাইন ডেস্ক

বিজেপিকে ডুবিয়ে মারা দরকার!

ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিদ্রুপ করে বিতর্কে জড়ালেন। এবারের কেন্দ্রীয় বাজেটকে ‘দিশাহীন বাজেট’, ‘গোলমাল বাজেট’ বলে খোঁচা মারার পাশাপাশি তিনি মোদিকে ব্যক্তিগত আক্রমণও করেন। তার ওই মন্তব্যের বিরোধিতা করে পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবিরও।

চন্দ্রশেখরকে বলতে শোনা যায়, ‘যখন বাংলায় ভোট ছিল উনি রবীন্দ্রনাথের মতো দাড়ি রাখলেন। আবার তামিলনাড়ু গেলে তাকে লুঙ্গি পরতে দেখা যায়। পাঞ্জাবের নির্বাচনের আগে পাগড়ি পরতে দেখা যাচ্ছে। মণিপুর ও উত্তরাখণ্ডে আবার স্থানীয় টুপি পরেছেন। এসব কী?’

বাজেট নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন চন্দ্রশেখর। তিনি দাবি করেন, এই বাজেট অনগ্রসর শ্রেণি, কৃষক ও আমজনতাকে পুরোপুরি হতাশ করবে। এমন বাজেট পেশ করার ‘নির্লজ্জ’ বিজেপিকে বঙ্গোপসাগরে ডুবিয়ে মারা দরকার।

চন্দ্রশেখরের এহেন মন্তব্যে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি। তেলেঙ্গানার বিজেপি সভাপতি ও এমপি বান্দি সঞ্জয় চন্দ্রশেখরকে তোপ দেগে বলেন, ‘তার হতাশা এমন জায়গায় পৌঁছেছে যে শক থেরাপি প্রয়োজন। আশা করি তেলেঙ্গানার মানুষ সেটা তাকে দেবেন।’

সূত্র : আউটলুক ইন্ডিয়া, রিপাবলিক ওয়ার্ল্ড।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন