অবৈধ সম্পদ: স্ত্রীসহ বিসিআইসির জিএমের বিরুদ্ধে মামলার অনুমোদন | Daily Chandni Bazar অবৈধ সম্পদ: স্ত্রীসহ বিসিআইসির জিএমের বিরুদ্ধে মামলার অনুমোদন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৫৯
অবৈধ সম্পদ: স্ত্রীসহ বিসিআইসির জিএমের বিরুদ্ধে মামলার অনুমোদন
অনলাইন ডেস্ক

অবৈধ সম্পদ: স্ত্রীসহ বিসিআইসির জিএমের বিরুদ্ধে মামলার অনুমোদন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মো. দেলোয়ার হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এ দুটি মামলার অনুমোদন দেওয়া হয়। দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও উপ-পরিচালক মোনায়েম হোসেন শিগগির মামলা দুটি করবেন।

অনুসন্ধানে জানা যায়, ২০০৬ সালের ২ জানুয়ারি থেকে ২০২১ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত আসামি মো. দেলোয়ার হোসেন দুটি ব্যাংক হিসাবে ৭ কোটি ১৭ লাখ ৯১ হাজার ৮১১ টাকা জমা করেন। পরবর্তীতে তা গোপন করার উদ্দেশ্যে স্থানান্তর করেন। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

অন্যদিকে তার সম্পদ বিবরণীতেও ওই টাকার হিসাব পাওয়া যায়নি। এ কারণে মানিলন্ডারিং প্রতিরোধ ও দুর্নীতি দমন কমিশন আইনে মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত অপর মামলায় তার স্ত্রী মোসা. মাহমুদা হোসেনের বিরুদ্ধে ১ কোটি ১২ লাখ ৭২ হাজার ৫৮৩ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের অভিযোগ আনা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন