ধুনটে ভিজিডির ৯৩০ কেজি চাল উদ্ধার : আটক ১ | Daily Chandni Bazar ধুনটে ভিজিডির ৯৩০ কেজি চাল উদ্ধার : আটক ১ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:৩০
ধুনটে ভিজিডির ৯৩০ কেজি চাল উদ্ধার : আটক ১
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটে ভিজিডির ৯৩০ কেজি
চাল উদ্ধার : আটক ১

বগুড়ার ধুনট উপজেলায় দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ডিজিডির পুষ্টি চাল কালোবাজারে বিক্রির সময় ৯৩০ কেজি চাল সহ এসাহাক মন্ডল (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের নিজ বাড়ি থেকে ডিজিডির চাল সহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত এসাহাক মন্ডল শৈলমারী গ্রামের সিরাজ মন্ডলের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানাযায়, বৃহস্পতিবার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদ চত্বরে দুস্থদের মাঝে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ডিজিডির পুষ্টি চাল বিতরণ করা হয়। কিন্তু অভিযোগ রয়েছে, শৈলমারী গ্রামের সিরাজ মন্ডলের ছেলে এসাহাক মন্ডল ও একই গ্রামের মেছের আকন্দের ছেলে রাসেল আকন্দ সহ তাদের লোকজন স্থানীয় কতিপয় জনপ্রতিনিধির সহযোগিতায় দুস্থদের ভিজিডির চাল কালোবাজারে বিক্রির জন্য মজুদ করে রাখে। 

এমন সংবাদের ভিত্তিতে ধুনট থানা পুলিশ অভিযান পরিচালনা করে এসাহাক মন্ডলের বাড়ি থেকে ৮টি বস্তায় ২৪০ কেজি এবং রাসেলের বাড়ি থেকে ২৩টি বস্তায় ৬৯০ কেজি চাল উদ্ধার করে।

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সরকারি ভিজিডির চাল কালোবাজারে বিক্রির সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া এই ডিন্ডিকেটের সঙ্গে আরো যারা জড়িত রয়েছে তাদেরকেও খুঁজে বের করার চেষ্টা চলছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন