
বগুড়ার নন্দীগ্রামে রাতভর বিশেষ অভিযানে চুরি মামলায় একজন ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টমুলে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। গত বুধবার রাতে ওয়ারেন্টমুলে গ্রেফতারকৃতরা উপজেলার সিধইল গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন, তার স্ত্রী সামসুন্নাহার, নন্দীগ্রাম মধ্যপাড়ার গাজিউর রহমানের ছেলে সাইফুল ইসলাম, ডুবাতেঘর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মহব্বত হোসেন, ফোকপাল গ্রামের কাতেব আলীর ছেলে খোকন প্রামাণিক, একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে জোহা প্রামাণিক, কুন্দারহাট এলাকার হাফিজার রহমানের ছেলে টুকু মিয়া। এছাড়া ছাগল চুরির মামলায় রুস্তম আলী (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে জেলার গাবতলী উপজেলার চকডহর সুখানপুকুর এলাকার বদি মন্ডলের ছেলে।
থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন