আজ সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার ভোট গ্রহণ | Daily Chandni Bazar আজ সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার ভোট গ্রহণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২২ ০০:২৫
আজ সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার ভোট গ্রহণ
ষ্টাফ রিপোর্টার

আজ সম্মিলিত সাংস্কৃতিক
জোট বগুড়ার ভোট গ্রহণ

আজ শুক্রবার ৪ ফেব্রুয়ারী সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, ৪ ফেব্রুয়ারি উডবার্ন পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত। গঠনতন্ত্র অনুযায়ি ১৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, এবারের নির্বাচন কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন কবি জয়ন্ত দেব ও এ্যাড. পলাশ খন্দকার। এবারের ভোটে ১৫৮ জন ভোটার রয়েছে। পর্যবেক্ষক রয়েছেন ৩৫ জন। নির্বাচনে ৩০ জন প্রার্থী রয়েছেন এর মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে মাহবুবর রহমান মানিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শান্তিপূর্নভাবে ভোট গ্রহণের আয়োজন করা হয়েছে।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন