বিচারপতি নাজমুল আহাসানের মৃতুতে প্রধান বিচারপতি-আইনমন্ত্রীর শোক | Daily Chandni Bazar বিচারপতি নাজমুল আহাসানের মৃতুতে প্রধান বিচারপতি-আইনমন্ত্রীর শোক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৫৭
বিচারপতি নাজমুল আহাসানের মৃতুতে প্রধান বিচারপতি-আইনমন্ত্রীর শোক
অনলাইন ডেস্ক

বিচারপতি নাজমুল আহাসানের মৃতুতে প্রধান বিচারপতি-আইনমন্ত্রীর শোক

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

চলতি বছরের ৮ জানুয়ারি বিচারপতি এফআরএম নাজমুল আহসান আপিল বিভাগে নিয়োগ পান। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ৯ জানুয়ারি তিনি শপথ নিতে পারেননি। ওইদিন তিন বিচারপতি বিচারপতির বোরহান উদ্দিন, এম. ইনায়েতুর রহিম ও কৃষ্ণা দেবনাথ শপথ নেন।

২০১০ সালের ১৮ এপ্রিল বিচারপতি এফআরএম নাজমুল আহসান হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০১২ সালের ১৫ এপ্রিল হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হন।

শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিচারপতি নাজমুল আহাসান মারা যান। বেলা সাড়ে ১১টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, আপিল বিভাগের বিচারপতিরা, হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সিনিয়র আইনজীবীবৃন্দ ও আইনজীবীরা অংশ নেন।

এদিকে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

১৯৫৫ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন নাজমুল আহাসান। তিনি বিএ (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর এলএলবি পাস করেন। এরপর আইন পেশায় যোগ দেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন