আমরা সাহায্যের জন্য হাত পাতি না : পরিকল্পনামন্ত্রী | Daily Chandni Bazar আমরা সাহায্যের জন্য হাত পাতি না : পরিকল্পনামন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:২১
আমরা সাহায্যের জন্য হাত পাতি না : পরিকল্পনামন্ত্রী
অনলাইন ডেস্ক

আমরা সাহায্যের জন্য হাত পাতি না : পরিকল্পনামন্ত্রী

আমাদের ৪ লাখ কোটি টাকা রিজার্ভ আছে, আমরা সাহায্যের জন্য হাত পাতি না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের পৌর শহরের মল্লিকপুর এলাকায় জনতা চক্ষু হাসপাতালের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাজেটের এক টাকাও খয়রাতি না, আল্লাহ সাক্ষী আমরা এখন অনেক টাকা দান করি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করেছিলেন তখন অনেকে বলেছিলে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। কিন্তু দেশ দেউলিয়া হয়নি। রিজার্ভ বেড়েছে আমাদের। এ টাকা বিদ্যুৎ, সড়ক, সেতু, পানি, স্কুল-হাসপাতাল, রেলের উন্নয়নে ব্যায় হবে।

অনুষ্ঠানে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখত প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন