রংপুরে বাস-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫ | Daily Chandni Bazar রংপুরে বাস-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:২২
রংপুরে বাস-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫
অনলাইন ডেস্ক

রংপুরে বাস-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫

রংপুরে দুটি বাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের নব্দীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রংপুর বিভাগ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী জানান, সকালে কুড়িগ্রাম থেকে রাজশাহীগামী অনিন্দ্য পরিবহন ও কুড়িগ্রামগামী শ্যামলী পরিবহনের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এসময় অপর একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খাদে পড়ে যায়। এতে দুই নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন