বগুড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:২৬
বগুড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ডিবির অভিযানে 
ইয়াবাসহ যুবক গ্রেফতার

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যার দিকে শিবগঞ্জের গুজিয়া বাজার এলাকা থেকে ২'শ পিচ ইয়াবাসহ এক যুবক কে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃত যুবক হলেন, আনারুল ইসলাম (৩৭) 
যিনি শিবগঞ্জের পূর্ব পাইকপাড়া গ্রামের আমজাদ শেখের ছেলে। 
শুক্রবার দুপুরে বগুড়া ডিবি পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্যে জানানো হয়। 
ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনারুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, জেলা পুলিশ সুপারের নেতৃত্বে ডিবির মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন