বগুড়ায় মৃদু ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত | Daily Chandni Bazar বগুড়ায় মৃদু ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ ফেব্রুয়ারী, ২০২২ ০০:০৯
বগুড়ায় মৃদু ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত
সঞ্জু রায়:

বগুড়ায় মৃদু ঝড়ো হাওয়া ও
বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত

মাঘের শীতের পাশাপাশি বগুড়ায় বৃহস্পতিবার মাঝরাত থেকে শুরু হওয়া মৃদু আকারের ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে বেশ ভোগান্তিতেই পড়েছে সাধারণ খেঁটে খাওয়া মানুষ। 

শুক্রবার হালকা এই বর্ষণের আবহাওয়া অফিসের ২৮ দশমিক মিঃ লিঃ পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে । যা শীত মৌসুমে বগুড়া জেলায় সর্বোচ্চ।

বগুড়া আবহওয়া অফিসের ওয়ারলেস অপারেটর রবিউল ইসলাম জানান, মৌসুমি জলবায়ুর প্রভাবে এমন হচ্ছে। তিনি আরো জানান, বগুড়ায় শুক্রবার দিনের এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ১৮.০১ ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬.০৫ রেকর্ড করা হয়েছে। 

এদিকে সারাদিন একটানা গুঁড়ি গুঁড়ি এই বৃষ্টি ও মৃদু ঝড়ো হাওয়া ছুটির দিনে বিত্তবানদের কাছে বেশ উপভোগ্য হলেও ভোগান্তিতে পরেছে খেঁটে খাওয়া মানুষগুলো। স্বল্প পুঁজির ব্যবসায়ীরা বসাতে পারেনি তাদের দোকান তেমনি দিনমজুরেরাও পায়নি আজ কোন কর্ম। শহরে ঘুরে দেখা যায় শুক্রবার সারাদিন শহর প্রায় ফাঁকাই ছিলো যানবাহনও ছিল কম। আবার শনিবার সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে কিন্তু আয়োজকরা জেলায় এই হঠাৎ প্রতিকূল আবহাওয়ার কারণে নিতে পারছে না প্রস্তুতি। এখনো সম্পন্ন করতে পারেনি সাজসজ্জার কাজ।
তবে আবহাওয়া অফিস বলছে, শনিবার আশা করা যায় আবহাওয়া স্বাভাবিক থাকবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন