মানবিক ও সেবাধর্মী কাজে আত্মনিয়োগ করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী | Daily Chandni Bazar মানবিক ও সেবাধর্মী কাজে আত্মনিয়োগ করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৪৭
মানবিক ও সেবাধর্মী কাজে আত্মনিয়োগ করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী
অনলাইন ডেস্ক

মানবিক ও সেবাধর্মী কাজে আত্মনিয়োগ করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

নৈতিকতা ও মূল্যবোধকে প্রাধান্য দিয়ে মানবিক ও সেবাধর্মী কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁওয়ের লায়ন্স ক্লাব অব ঢাকা গ্রিন বে-এর অভিষেক ও চার্টার নাইট ২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ক্লাবের সদস্যদের এ আহ্বান জানান।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমাদের সবাইকে মানবিক ও সেবাধর্মী মানসিকতা নিজের মধ্যে ধারণ করতে হবে। যে মানুষের মানবিকতা আছে তার সেবার মানসিকতা থাকবেই। মানুষকে সেবা দেওয়ার জন্য প্রয়োজনে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।

লায়ন্স ক্লাবের সদস্যদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, সেবাধর্মী মানসিকতা নিয়ে পরিশীলিত জীবনযাপন করতে হবে। বিনিয়োগ করতে হবে সন্তানে, যাতে সন্তান বিপথগামী না হয়ে মানবিক মানুষ হয়। পারিবারিক শিক্ষা সন্তানের আদর্শের ভিত্তি। আপনাদের আদর্শ সন্তানরাই হবে দেশের সম্পদ।

শ ম রেজাউল আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। যার যার ধর্ম সে পালন করবে। কোনো ধর্ম নিয়ে সমালোচনা করা যাবে না। মনে রাখতে হবে সব ধর্মের মৌলিক বিশ্বাসের জায়গা একই।

লায়ন্স ক্লাব অব ঢাকা গ্রিন বে-এর সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের ভাইস এরিয়া লিডার ওয়াহিদুর রহমান আজাদ ও লে. জেনারেল মোহা. হাবিবুর রহমান খান (অব.)। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী ও দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর ফারহানা নাজ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন