
বগুড়ায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের ঝোপগাড়ী দক্ষিণ পাড়া এলাকা থেকে হাফ কেজি (৫০০ গ্রাম) হেরোইনসহ মো. সোলায়মান (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃত সোলায়মান মাটিডালী কালিবালা এলাকার মো. কলিম উদ্দিনের ছেলে। তিনি প্রায় দুই মাস ধরে হেরোইনের ব্যবসা করছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন।
রবিবার বিকেলে এসব তথ্য জানিয়ে ডিবির এসআই জাহাঙ্গীর কবির জানান,
সকালে তাদের কাছে তথ্য আসে ঝোপগাড়ী এলাকার নাহার সিএনজি ফিলিং স্টেশনের পাশে একজন মাদক বিক্রির জন্য অপেক্ষা করছেন। এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল নিয়ে সেখানে অভিযান পরিচালনা করলে সোলায়মানের জ্যাকেটের বাম পকেটে একটি প্যাকেটে হেরোইন পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থলে জব্দকৃত হেরোইন পরিমাপ করা হয়। এতে ৪৪টি পোটলাতে ৩৫৬ গ্রাম এবং দুটি বড় প্যাকেটে ১৪৪ গ্রাম হেরোইন পাওয়া যায়।
এসআই জাহাঙ্গীর কবির আরো জানান, সোলায়মানের বিরুদ্ধে এর আগে কোনো মামলার খোঁজ তারা এখনও পাননি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২ মাস ধরে এই হেরোইনের ব্যবসা করার কথা জানিয়েছেন গ্রেপ্তার হওয়া সোলায়মান।
এ প্রসঙ্গে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইন্সপেক্টর সাইহান ওলিউল্লাহ বলেন, জেলা পুলিশ সুপার এর দিক-নির্দেশনায় পরিচালিত অভিযানে রবিবার ৫০০ গ্রাম হেরোইনসহ সোলায়মান নামে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রোববার দুপুরের পর আদালতের পাঠানো হয়েছে। এছাড়াও তিনি জানান, মাদকবিরোধী এই অভিযান বগুড়ায় কঠোরভাবে চলমান থাকবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন