হাতিরঝিল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar হাতিরঝিল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:৫২
হাতিরঝিল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক

হাতিরঝিল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির বয়স আনুমানিক এক দিন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ খবর পেয়ে হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকার লেকের পাশ থেকে লাল রঙের শাড়ি পেঁচানো একটি ব্যাগ থেকে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মৃত অবস্থায় কেউ ব্যাগে ভরে মরদেহটি ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন