লতা মঙ্গেশকরের মৃত্যুতে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের শোক | Daily Chandni Bazar লতা মঙ্গেশকরের মৃত্যুতে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের শোক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:৩১
লতা মঙ্গেশকরের মৃত্যুতে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের শোক
ষ্টাফ রিপোর্টার

লতা মঙ্গেশকরের মৃত্যুতে বগুড়া
সম্মিলিত সাংস্কৃতিক জোটের শোক

কিংবদন্তি সঙ্গীতশিল্পী ভারতরত্ন লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বগুড়ার সাংস্কৃতিক অঙ্গন। এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি, বগুড়া থিয়েটার এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, জোটের সাধারণ সম্পাদক ও বগুড়া বাউল গোষ্ঠির সভাপতি আবু সাঈদ সিদ্দিকী, বাংলাদশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জোটের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল হান্নান, বগুড়া জোটের সহ সভাপতি আতিকুর রহমান মিঠু, এবিএম জিয়াউল হক বাবলা, হাকীম মজিদ মিয়া, আসাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক আলমগীর কবির, এসএম বেলাল হোসেন, অর্থ সম্পাদক রবিউল আলম অশ্রু, সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান মানিক, দপ্তর সম্পাদক এইচ আলিম, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, মৌসুমি সুলতানা, প্রবীর মোহন্ত, আব্দুল আউয়াল, রবিউল করিম হৃদয়, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, নজরুল পরিষদ বগুড়ার সভাপতি এড. মনতেজার রহমান মিন্টু, শব্দকথন সাহিত্য আসরে সমন্বয়কারি আব্দুস সালাম বাবু, সদস্য মাহাবুব টুটুল, অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি মনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক লিপি প্রধান, গীতিচর্চা সঙ্গিতালয়ের সভাপতি তাপসী দে, নন্দন শিল্পী গোষ্ঠির সভাপতি মতিয়ার রহমান বাবলু, সাধারণ সম্পাদক রনজু ইসলাম, বিহঙ্গ আবৃত্তি পরিষদের সভাপতি ফজলে রাব্বি ও সাধারণ সম্পাদক অনুপ কুমার দাস সুবল, বগুড়া থিয়েটারের দপ্তর সম্পাদক অলক পাল, নাট্যকর্মী শাহাদৎ হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেন।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন