
গত ২৪ ঘন্টায় বগুড়ায় করোনাভাইরাসে দুইজনের মৃত্যু ও নতুন করে আক্রান্ত হয়েছে ৭৫ জন। আর সুস্থ হয়েছে ৭৯ জন।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে বগুড়া সদরের বাসিন্দা সৈয়দ রফিকুল ইসলাম (৬২) ও রাজশাহী মেডিকেল হাসপাতালে মারা যান বগুড়ার আদমদিঘি উপজেলার বাসিন্দা হাফিজার রহমান (৮৫)। রোববার রাতে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ৭০০ জনের।
সোমবার বগুড়া সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ শাহারুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ২৯৮ টি নমুনা পরীক্ষায় নতুন করে ৭৫ জন করোনায় আক্রান্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৬ জন, ধুনট ৫, শেরপুর ৮, নন্দীগ্রাম ৩, শাজাহানপুরে ৬, দুপচাঁচিয়া ৩, কাহালু ৩, শিবগঞ্জে ৩ জন ও সারিয়াকান্দিতে ১ জন। নতুন আক্রান্ত নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলো ২৪ হাজার ৫২৭ জন। ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ৭৯ জন। এনিয়ে জেলায় মোট সুস্থ হলেন ২২ হাজার ২৮ জন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৪৯ জন আক্রান্ত হন। জিনএক্সপার্ট টেস্টে ৪জন, টিএমএসএস মেডিকেলে ১১আক্রান্ত হন। এন্টিজেন টেস্টে ১১ জন।
এছাড়া জেলার তিন হাসপাতালে করোনায় ৯২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ২৮, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৪৭, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৩ এবং জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৪জন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন