বগুড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:৪১
বগুড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় র‍্যাবের অভিযানে
ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

বগুড়ায় ৯'শ ২৫ পিস ইয়াবাসহ ইউসুফ আলী (১৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫ টায় দুপচাঁচিয়া উপজেলার দক্ষিণ মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত ইউসুফ নওগাঁ জেলার মান্দা উপজেলার বদ্ধপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে। 
র‍্যাব-১২ বগুড়া সোমবার দুপুরে তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়ার দক্ষিণ মন্ডলপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পূর্বে পাওয়া তথ্যে অনুযায়ী ইউসুফের সেহ তল্লাশি করে ৯'শ ২৫ পিস ইয়াবা পাওয়া যায়। 
র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্ক্রোয়াড্রন লিডার) সোহরাব হোসেন জানান, গ্রেফতার ইউসুফের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন