
বগুড়য় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ১৪ কেজি গাঁজাসহ বকুল মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব৷ রোববার ( ৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় সদর উপজেলার গোদারপাড়া বগুড়া-নওগাঁ মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বকুল নওগাঁ জেলার চকতারতা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
র্যাব-১২ বগুড়া সোমবার দুপুরে তাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বগুড়া ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসে অভিযান চালায়। এর প্রায় ঘন্টাখানিক আগে থেকে র্যাবের অভিযানিক দলটি গোদারপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করতে থাকে। পরে রাত সাড়ে ৯ টায় যাত্রীবাহী ওই বাস থেকে ৩ টি প্যাকেটে থাকা মোট ১৪ কেজি গাঁজাসহ বকুলকে গ্রেফতার করে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্ক্রোয়াড্রন লিডার) সোহরাব হোসেন জানান, গ্রেফতার বকুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ঢাকা থেকে সে মাদকদ্রব্য নিয়ে এসে নওগাঁয় কারবার করতো। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন