রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতা করবে লুক্সেমবার্গ | Daily Chandni Bazar রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতা করবে লুক্সেমবার্গ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৩:২৩
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতা করবে লুক্সেমবার্গ
অনলাইন ডেস্ক

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতা করবে লুক্সেমবার্গ

রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে লুক্সেমবার্গ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ আশ্বাস দেন দেশটির প্রধানমন্ত্রী জাভিয়ার বেটেল।

প্রায় আধা ঘণ্টা কথা বলেন দুই দেশের প্রধানমন্ত্রী। এসময় তারা দুই দেশের মধ্যকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও বিস্তৃত ও গভীর করতে নতুন সুযোগ অন্বেষণে সম্মত হন।

শেখ হাসিনা বাংলাদেশের চলমান আর্থ-সামাজিক উন্নয়নের অগ্রযাত্রায় লুক্সেমবার্গকে অবিচল সমর্থক ও বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করেন। তারা উভয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সদিচ্ছা প্রকাশ করেন।

শেখ হাসিনা আর্থিক খাত ব্যবস্থাপনায় লুক্সেমবার্গের দক্ষতার প্রশংসা করেন এবং এর থেকে উপকৃত হওয়ার সুযোগ গ্রহণের আগ্রহ ব্যক্ত করেন।

অপরদিকে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী আনন্দ প্রকাশ করে বলেন, তার দেশে এক হাজারেরও বেশি বাংলাদেশি বসবাস করে এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছেন।

কথোপকথনের সময় দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বিমান সেবা চুক্তিটি শিগগির সম্পাদন করতে সম্মত হন।

এছাড়া লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে সরাসরি কার্গো ফ্লাইট চালু করতে আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের প্রতি আন্তরিক সহায়তা দিতে নীতিগতভাবে সম্মত হন।

জাভিয়ার বেটেল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার সুবিধামত সময়ে লুক্সেমবার্গ সফরের আমন্ত্রণ জানান। এসময় শেখ হাসিনা বাংলাদেশের অগ্রগতি দেখার জন্য লুক্সেমবার্গের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সূত্র: বাসস

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন