
বগুড়ার শাজাহানপুরে চলাচলের রাস্তা কাটতে নিষেধ করায় মোস্তফা জামান (৪৮) নামের এক ব্যক্তিকে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সুজাবাদ গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়া-ঢাকা মহাসড়ক থেকে সুজাবাদ গ্রামের মধ্য দিয়ে দীর্ঘদিন যাবত চলাচলের রাস্তা রয়েছে। ওই রাস্তা দিয়ে সুজাবাদ গ্রামের লোকজন যাতায়াত করার পাশাপাশি রাস্তার দু’পাশে গড়ে ওঠা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালামাল পরিবহণে ভারি যানবাহনও চলাচল করে আসছে। সম্প্রতি পাকা অবকাঠামো নির্মাণের লক্ষ্যে রাস্তাটির দক্ষিণ ধারের সীমানা কেটে নেয়া শুরু করে পাশের জমির মালিকেরা। বিষয়টি স্থানীয় এলাকাবাসি এবং শিল্প প্রতিষ্ঠানে কর্মরতদের নজরে আসলে তারা রাস্তা কাটতে বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র ব্যবস্থাপক (ভূমি ও আইন) মোস্তফা জামান কে হত্যার হুমকি দেয় রাস্তার সীমানা কর্তনকারীরা। এ ঘটনায় সাইফুল, আসাদুল ও রাজ্জাক নামের তিন ব্যক্তির বিরুদ্ধে গত ৫ ফেব্রুয়ারি শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেন মোস্তাফা জামান। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয় পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখতে অনুরোধ করেন। শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তদন্ত চলছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন