কালাইয়ে যুবলীগের বর্ধিত সভা | Daily Chandni Bazar কালাইয়ে যুবলীগের বর্ধিত সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:৩৬
কালাইয়ে যুবলীগের বর্ধিত সভা
জয়পুরহাট প্রতিনিধি

কালাইয়ে যুবলীগের বর্ধিত সভা

জয়পুরহাটের কালাইয়ে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা যুবলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালণা ও সভাপতি সানোয়ার হোসেন সানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি প্রভাষক সুমন কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মিনফিজুর রহমান মিলন, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, সহ-সভাপতি সুমন মিঞা, মোখলেছার রহমান ডেভিড, গৌতম মজুমদার বাপন, সাঈদুর রহমান সাঈদ, রফিকুল ইসলাম রকেট, যুগ্ম সম্পাদক মোস্তফা মেহমুদ তমাল সহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি সুমন কুমার সাহা বলেন, স্বাধীনতা পরবর্তী দেশের যে কোন ক্রান্তিলগ্নে যুবলীগ বীর দর্পে রাজপথে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে, আগামী দিনেও এ ধারা অব্যাহৃত থাকবে এমন মন্তব্য করে যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে  কাজ করার আহ্বান জানান তিনি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন