
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ করেছে তার পরিবার। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অপহরণের শিকার ওই শিক্ষার্থীর মা মেনেকা বেগম। অপহৃত শিক্ষার্থী পৌর এলাকার পূর্ব পান্থাপাড়া মহল্লার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী পান্থাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। গত ৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে সে গোবিন্দগঞ্জ বন্দরে প্রাইভেট পড়তে আসছিলো। পথিমধ্যে দুপুর প্রায় ২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া অটোবি ফার্নিচার শোরুমের সামনে তার পথরোধ করে দাঁড়ায় একই এলাকার হাবিজার রহমানের ছেলে রাশেদ মিয়া (৩৫)। রাশেদ তাকে জোর করে সিএনজিতে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোন খোঁজ নাই।
অপহৃত ছাত্রীর পিতা বলেন, মেয়ের বয়স মাত্র ১৫ বছর। রাশেদ তাকে বহুদিন ধরে উত্যক্ত করে আসছিলো। রাশেদ বিবাহিত ও সন্তানের পিতা হয়েও জোরপূর্বক তার মেয়েকে অপহরণ করেন।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক সঞ্জয় কুমার সাহা জানান, তিনি অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছেন। এবিষয়ে আইনানুগ সবধরণের ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন