
‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগান কে সামনে রেখে নিরাপদ পরিবহন ব্যবস্থা প্রণয়নে এবং সামগ্রিক ট্রাফিক শৃঙ্খলা আনয়নের লক্ষ্য নিয়ে বগুড়ায় জেলা পুলিশের উদ্যোগে বুধবার দুপুরে শহরের ঠনঠনিয়া বাস টার্মিনালে নিরাপদ ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
৯ থেকে ১৫ ফেব্রুয়ারী এক সপ্তাহের এই বিশেষ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম।
এসময় তিনি বলেন, নিরাপদ পরিবহন ব্যবস্থা প্রণয়নে এবং বগুড়ার সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে হাইওয়ে পুলিশ, জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ সকলের সমন্বিত অংশগ্রহণে একটি সুপরিকল্পিত পন্থায় তারা এই ট্রাফিক সপ্তাহে নানামুখী ইতিবাচক উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে পরিবহনে যাত্রীদের নিরাপত্তা বলয় গড়তে এবং বিভিন্ন রাস্তায় পরিবহনে অনাকাঙ্খিত ডাকাতি রোধে বুধবার থেকেই পুলিশের পক্ষে বগুড়ার সকল নৈশকোচে ভিডিও করা হবে এবং যা সংরক্ষণ করা হবে। এছাড়াও এসপি সুদীপ চক্রবর্তী জানান, ইতিমধ্যেই বগুড়ার ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট ও ইন্সপেক্টরদের বডি ওর্ণ ক্যামেরা কার্যক্রম চালু হয়েছে। এছাড়াও জনবল বৃদ্ধিতে পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত ২২ জন সদস্য বগুড়া ট্রাফিক বিভাগে সংযুক্ত করা হয়েছে। তিনি বগুড়ায় দ্রুততম সময়ে ট্রাফিক ব্যবস্থা একটি নিরাপদ ও শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।
বগুড়া জেলা পুলিশের এই বিশেষ উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে পরিবহন মালিক নেতা আমিনুল ইসলাম এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল তাদের পৃথক বক্তব্যে জানান, ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনার লক্ষ্যে জেলা পুলিশ কে তারা সার্বিক সহযোগিতা করবেন। এছাড়াও তাদের নিজ নিজ উদ্যোগে যা যা করণীয় তা নিয়েও তারা সমন্বিতভাবে কাজ করবেন বলে জানান।
ট্রাফিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বগুড়া হাইওয়ে পুলিশ সুপার মুন্সী শাহাবুদ্দিন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে মোতাহার হোসেন (ডিএসবি) ও শরাফত ইসলাম (সদর সার্কেল ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র), পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) রফিকুল ইসলাম, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা, পরিহন মালিক নেতা শাহ মো: আখতারুজ্জামান ডিউক এবং আমিনুল ইসলাম, পরিবহন নেতা ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তীসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং জেলা স্কাউটস ও গালর্স ইন গাইড এর সদস্যবৃন্দ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন