ধুনটে মায়ের ওপর অভিমান করে মেয়ের আত্মহত্যা | Daily Chandni Bazar ধুনটে মায়ের ওপর অভিমান করে মেয়ের আত্মহত্যা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২২ ২১:৪৫
ধুনটে মায়ের ওপর অভিমান করে মেয়ের আত্মহত্যা
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটে মায়ের ওপর অভিমান 
করে মেয়ের আত্মহত্যা

বগুড়ার ধুনটে পারিবারিক কলহের জের ধরে মায়ের ওপর অভিমান করে আমাতুল্লাহ (১৬) নামে এক মেয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় চিকাশী ইউনিয়নের সোনারগাঁও গ্রামে এঘটনা ঘটে। নিহত আমাতুল্লাহ ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে আমাতুল্লাহ তার মায়ের ওপর অভিমান করে গোয়াল ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এবিষয়ে কোন অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন