ধুনটে স্কুল ছাত্রী অপহরণ মামলায় দুই ভাই গ্রেফতার | Daily Chandni Bazar ধুনটে স্কুল ছাত্রী অপহরণ মামলায় দুই ভাই গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২২ ২১:৪৮
ধুনটে স্কুল ছাত্রী অপহরণ মামলায় দুই ভাই গ্রেফতার
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটে স্কুল ছাত্রী অপহরণ মামলায় দুই ভাই গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় এক স্কুল ছাত্রীকে অপহরণের ৭দিন পর উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ধুনট থানা পুলিশ অপহরণকারী দুই ভাইকে গ্রেফতার করেছে। বুধবার (০৯ ফেব্রুয়ারী) রাতে ধুনট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার পড়ানপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে তরিকুল ইসলাম (৩০) এবং তার ভাই নবীর উদ্দিন (২৮)।

থানাসূত্রে জানাযায়, গত ৩ ফেব্রুয়ারী চিথুলিয়া গ্রামের জনৈক এক ব্যক্তির স্কুল পড়ুয়া মেয়েকে (১৫) নানার বাড়ি গোপালনগর গ্রাম থেকে সিএনজিযোগে অপহরন করে নিয়ে যায় তরিকুল ও নবীর। এঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ধুনট থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এতথ্য নিশ্চিত করে জানান, অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং এই মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন