বগুড়ায় পাথর বোঝাই ট্রাকের চাপায় এক যুবক নিহত | Daily Chandni Bazar বগুড়ায় পাথর বোঝাই ট্রাকের চাপায় এক যুবক নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২২ ২১:২২
বগুড়ায় পাথর বোঝাই ট্রাকের চাপায় এক যুবক নিহত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় পাথর বোঝাই ট্রাকের
চাপায় এক যুবক নিহত

বগুড়ায় পাথর বোঝাই ট্রাকের চাপায় সাদ্দাম হোসেন বাবু (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন৷ শুক্রবার  বিকেল সাড়ে ৩ টায় সদর উপজেলার নওদাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত বাবু শহরের সুলতানগঞ্জ পাড়ারা মোস্তাকিন খানের ছেলে ও পেশায় কম্পিউটারের যন্ত্রাংশের ব্যবসা করতেন।

নিহতের ফুফাতো ভাই কায়েস ভুইয়া জানান, বাবু তার সহযোগী আলিফের মোটরসাইকেলের চড়ে ঠ্যাংগামাড়া থেকে শহরের দিকে ফিরছিলেন৷ ওই সময় একটি প্রাইভেট কার ওভারটেক করে এসে তাদের ধাক্কা দেন। এতে বাবু মহাসড়কের ছিঁটকে পড়েন। ওই সময় বগুড়াগামী একটি পাথর বোঝাই ট্রাক তার মাথার উপর দিয়ে চলে যায় ও ঘটনাস্থলে বাবু নিহত হয়। 
কায়েস আরও জানান, তার সাথে থাকা মোটরসাইকেল চালক আলিফ অক্ষত আছেন। তার কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যেয়ে ভাইয়ের লাশ নিয়ে এসেছি।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, তাদের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগে পরিবারের সদস্যরা লাশ নিয়ে গেছে। তারা সেই পরিবারের সাথে যোগাযোগ করেছেন। তারা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন