হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর দারুসসালাম থানার মাজার রোড প্রথম কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোছা. হারিসা বেগম (৪৫)। স্বামীর নাম এহায়িয়া মোল্লা।
দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) সুমি আক্তার বলেন, খবর পেয়ে পুলিশ কলোনির ৩১২/৭/৪ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের ছেলে আব্দুর রহমান বলেন, আমার বাবা ১২ বছর আগে বাসা থেকে চলে যান। দুই বছর আগে আবার ফিরে আসেন। আরেক জায়গায় বিয়ে করেছেন তিনি। রাতে কথাকাটাকাটির একপর্যায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাকে রক্তাক্ত জখম করেন। আমি বাসায় ছিলাম না। বাসায় এসে দেখি মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
এ ঘটনায় রক্তমাখা একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান দারুসসালাম থানার এসআই।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন