‘২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সমস্যা হবে না’ | Daily Chandni Bazar ‘২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সমস্যা হবে না’ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:১৫
‘২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সমস্যা হবে না’
অনলাইন ডেস্ক

‘২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সমস্যা হবে না’

করোনা সংক্রমণ কমে আসায় ২১ ফেব্রুয়ারির পর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলে মেয়েদের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে। করোনা সংক্রমণ কমে আসছে এবং একই সঙ্গে টিকার আওতায় এসেছে বেশিরভাগ শিক্ষার্থী। তাই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যেতে পারে। সারাবিশ্বেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন