
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:৪২
ধুনটে ১৮টি মোটরসাইকেল মালিকের
এক লাখ টাকা জরিমানা
ধুনট বগুড়া প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮টি মোটরসাইকেল মালিককে ১ লাখ ৩ হাজার জরিমানা করেছে পুলিশ।
শুক্রবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে ধুনট জিরোপয়েন্ট ও ধুনট বাইপাস সহ বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করে এসব গাড়ি চালকের জরিমানা করেন জেলা পুলিশের সার্জেন্ট সত্যবান।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এতথ্য নিশ্চিত করে জানান, গাড়ী ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং বিভিন্ন অপরাধে ১৮টি মোটরসাইকেল মালিককে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করেছে পুলিশ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন