ইয়েমেনে জাতিসংঘের ৫ কর্মীকে অপহরণের অভিযোগ | Daily Chandni Bazar ইয়েমেনে জাতিসংঘের ৫ কর্মীকে অপহরণের অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:৩১
ইয়েমেনে জাতিসংঘের ৫ কর্মীকে অপহরণের অভিযোগ
অনলাইন ডেস্ক

ইয়েমেনে জাতিসংঘের ৫ কর্মীকে অপহরণের অভিযোগ

ইয়েমেনে পাঁচ কর্মীকে অপহরণের অভিযোগ করেছে জাতিসংঘ। স্থানীয় সময় শনিবার (১২ ফেব্রুয়ারি) সংস্থাটি জানিয়েছে, কাজ শেষে দেশটির অ্যাডেন শহর থেকে ফেরার পথে অপহৃত হন তারা।

ইয়েমেনে দায়িত্বরত জাতিসংঘের মুখপাত্র রাসেল গিকি বলেছেন, শুক্রবার আবিয়ানের গভর্নরেট থেকে কর্মীদের অপহরণ করা হয়েছিল। তিনি আরও বলেন, তাদের মুক্তির জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা আক্রমণ করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে। ওই বছরের মার্চ মাস থেকে অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। দু’পক্ষের লড়াইয়ে দেশটির হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হন লাখের বেশি মানুষ। যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেন চরম মানবিক সংকট দেখা দিয়েছে।

সূত্র: রয়টার্স

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন