শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে টিকা কার্যক্রম চলছে | Daily Chandni Bazar শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে টিকা কার্যক্রম চলছে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:৪৩
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে টিকা কার্যক্রম চলছে
অনলাইন ডেস্ক

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে টিকা কার্যক্রম চলছে

প্রতিষ্ঠান যাতে খুলে দিতে পারি সে জন্য টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমরা আশা করি এ মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হবে। সেই সময় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো।’

এসময় প্রধানমন্ত্রী কোভিড-১৯-এর এই কঠিন পরিস্থিতিতেও সময়মতো পরীক্ষা আয়োজন ও ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের জাতি গঠনে অবদান রাখতে হবে এবং দেশকে এগিয়ে নিতে হবে- এটা মনে রেখেই তারা শিক্ষালাভ করবে।’

যারা অকৃতকার্য হয়েছে, অস্বাভাবিক পরিবেশের মাঝে পরীক্ষা হয়েছে। এতে শিক্ষার্থীদের কোনো দোষ নেই। তাই অভিভাবকদের বলবো যাতে শিক্ষার্থীদের সুযোগ করে দেয়। তাদের সাপোর্ট দিয়ে এগিয়ে নেবেন। আগামী দিনে আমাদের শিশুরা আরও ভালো করে পড়াশোনা করবে এবং কৃতকার্য হবে সেই আশা আমি পোষণ করি।

স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনার অতিমারির কারণে পুরো বিশ্বেই অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সবার কাছে আমার একটা অনুরোধ- এই সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বিশেষ করে মাস্ক পরিধান করতে হবে। যাতে কেউ সংক্রমিত না হয় সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন