সিএনজিচালিত অটোরিক্সা মালিকসহ পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দদের নিয়ে বগুড়ায় মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের উদ্যোগে রবিবার বেলা ১২ টায় শহরের চারমাথা সেঞ্চুরী মোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন।
এতে বক্তব্য রাখেন অতি: পুলিশ সুপার আবু হায়দার মো: ফয়জুর রহমান, সহকারী পুলিশ সুপার হরেশ^র রায়, ওসি বানিউল আনাম, ওসি আনোয়ার হোসেন, ওসি খায়রুল ইসলাম, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল হামিদ মিটুল, সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু, সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির নেতা খোরশেদ আলম, শাহাদত হোসেন শাহীন, সংগ্রাম চন্দ্র দাস, বাবর আলী মোল্লা, আনন্দ চন্দ্র দাস, লতিফুল করিম, শ্রমিক নেতা আনোয়ার হোসেন রানা, ইবাদুল ইসলাম, মাহবুবুর রহমান মানিক প্রমুখ।
সভায় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন বলেন, যানজটমুক্ত ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উচ্চ আদালতের নির্দেশনা কার্যকর করতে মালিক শ্রমিকদের মাঝে সচেতনতা সৃষ্টি সহ মতবিনিময়সভা, প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর বিরুদ্ধে নিয়মিত মামলাসহ পুলিশের টহল অব্যহত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার নিরাপদ সড়ক তৈরী করা এবং মানুষকে যানজট মুক্ত সড়ক উপহার দেয়া।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন