জোর করে হিজাব খুলতে বাধ্য করছে কর্ণাটকের স্কুল | Daily Chandni Bazar জোর করে হিজাব খুলতে বাধ্য করছে কর্ণাটকের স্কুল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:১১
জোর করে হিজাব খুলতে বাধ্য করছে কর্ণাটকের স্কুল
অনলাইন ডেস্ক

জোর করে হিজাব খুলতে বাধ্য করছে কর্ণাটকের স্কুল

জোর করে হিজাব খুলতে বাধ্য করতে ভারতের কর্ণাটকের বিভিন্ন স্কুল। সোমবার সকালেই দেখা গেছে এমন চিত্র। কর্ণাটকে হিজাব পরায় বিধিনিষেধকে কেন্দ্র করে আজ (সোমবার) রায় দেবে উচ্চ আদালত।

হিজাব পরায় বেশ কিছু শিক্ষার্থীকে ক্লাসে ঢোকার অনুমতি না দেওয়ায় তা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপরেই কয়েকদিনের জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়। সোমবার থেকে আবারও স্কুল খুলে দেওয়া হয়েছে। তবে কোনো শিক্ষার্থীকে হিজাব পরে স্কুলে প্রবেশ করতে দেওয়া হয়নি। স্কুলের গেটেই তাদের হিজাব খুলতে বাধ্য করা হয়েছে।

উচ্চ আদালত সম্প্রতি অন্তর্বর্তী আদেশে বলেছে যে, শিক্ষা-প্রতিষ্ঠান পুনরায় চালু করা যাবে তবে সেখানে কোনো ধর্মীয় পোশাক পরার অনুমতি দেওয়া হবে না।

ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের এক ভিডিওতে দেখা গেছে, রাজ্যের মানদিয়া জেলায় সরকারি একটি স্কুলের গেটে হিজাব পরা শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে। হিজাব পরায় তাদের স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। তাদের হিজাব খুলে স্কুলে প্রবেশ করতে বলা হয়েছে।

ওই ভিডিওতে দেখা গেছে বেশ কয়েকজন অভিভাবক এ নিয়ে শিক্ষকদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। তবে এরপরেই শিক্ষার্থীদের হিজাব খুলে স্কুলে প্রবেশ করতে দেখা গেছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন