যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের আত্মহত্যা | Daily Chandni Bazar যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের আত্মহত্যা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:৩২
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের আত্মহত্যা
অনলাইন ডেস্ক

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের আত্মহত্যা

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে জহুরুল মন্ডল (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শিশু উন্নয়ন কেন্দ্রের নিজ কক্ষে গলায় ফাঁস দেয় সে।

মৃত জহুরুল পাবনার আতাইকুলা উপজেলার বামনডাঙা গ্রামের জালাল মন্ডলের ছেলে। হত্যা মামলায় জহুরুল ২০২১ সালের ৩০ নভেম্বর শিশু উন্নয়ন কেন্দ্রে আসে। তার মামলাটি বিচারাধীন।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান বলেন, সকালে  ভালোবাসা দিবস উপলক্ষে শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে জহুরুল নিজ কক্ষে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেয়। পরে কেন্দ্রের অন্য কিশোররা দেখতে পেয়ে ঝুলন্ত দেহ নামিয়ে কর্মকর্তাদের খবর দেয়। তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে মরদেহ মর্গে পাঠায়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন