গোবিন্দগঞ্জে হত্যা মামলায় হয়রানীমূলক আসামী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জে হত্যা মামলায় হয়রানীমূলক আসামী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০১:৪৭
গোবিন্দগঞ্জে হত্যা মামলায় হয়রানীমূলক আসামী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি:

গোবিন্দগঞ্জে হত্যা মামলায় হয়রানীমূলক আসামী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে মিথ্যা ও হয়রাণীমূলক মামলা, বাড়ি-ঘর লুটপাট এবং ভাংচুরের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। 
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের ঘুগা গাড়ামারা গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগী মো. আব্দুল মান্নান সরকার। 
লিখিত বক্তব্যে তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী হাফিজার রহমানে সাথে আইনুল ইসলামের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফিজার রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় হাফিজার রহমানের পক্ষের লোকজন গ্রামের বিভিন্ন বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। আমরা বাড়িতে না থাকলেও আমাদের সকলকে আসামী করে মিথ্যা মামলা দায়ের করে। এছাড়াও বাড়ির মহিলাদের উপর হামলা করে মারপিট এবং লুটপাট চালায়। 
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান তিনি।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি সকাল সাড়ে ১০টার সময় উপজেলার শালামারা ইউপির গাড়ামারা ঘুগা গ্রামে জমি-জমা নিয়ে হাফিজার রহমান ও আইনুল গংদের মাঝে মারামারি হয়। এ ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয় এবং বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় হাফিজার রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় ২৩ জানুয়ারি মামলা দায়ের হলে নব-নির্বাচিত ইউপি সদস্য জোসনা বেগমকে জেল হাজতে প্রেরণ করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন