
বগুড়ায় দুই নারী বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা পাওয়া দুই নারী বীর মুক্তিযোদ্ধারা হলেন- বগুড়া সদরের জরিনা বিবি এবং ডালিয়া হোসেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে এ সম্মাননা প্রদান করা হয়। মন্ত্রণালয়ের পক্ষে এ সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। সম্মাননার তালিকায় থাকায় নারী বীর মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট, সম্মাননা স্মারক, উত্তরীয়, শাড়ি ও স্যুভেনিয়র প্রদান করা হয়।
এসময় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আর বগুড়া জেলা পর্যায়ে সব জেলা প্রশাসক ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত থাকেন।
ভার্চুয়ালি বগুড়া থেকে জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক এর পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) নিলুফা ইয়াছমিনসহ জেলা প্রশাসনের এক্সিকিউটিউ ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন