
সহিংস উগ্রবাদ হ্রাসকরণে এবং সামাজিক সচেতনতার বলয় গড়ার প্রত্যেয়ে বগুড়ায় পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) এর আয়োজনে এবং রুপান্তরের সহযোগিতায় মঙ্গলবার শহরের ওয়াইএমসিএ হলরুমে জেলার বিভিন্ন এলাকার তরুণ-তরুণীদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মালতিনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং পিইউপি বগুড়ার প্রধান সমন্বয়কারী শেখ মো: আবু হাসানাত সাঈদ এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত যুব কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক মো: তোছাদ্দেক হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার যুবদের উন্নয়ন ও বিকাশে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। দেশের সিংহভাগ জনগোষ্ঠী আমাদের তরুণ প্রজন্ম তাই তাদের নিজেদের সকল নেতিবাচক দিক থেকে সুরক্ষিত থাকতে হবে এবং দেশের কল্যাণে কাজ করার প্রত্যেয়ে এগিয়ে যেতে হবে। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদুল হক বলেন, সহিংস উগ্রবাদ তথা যেকোন অপরাধমূলক কর্মকান্ড সরাসরি দমন ও প্রতিরোধে বাংলাদেশ পুলিশ দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। তাই তরুণ প্রজন্মের যেকোন প্রয়োজনে তিনি পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান এবং একই সাথে জরুরী পরিস্থিতিতে জাতীয় হটলাইন ৯৯৯ এ ফোন দেওয়ার কথা বলেন এই কর্মকর্তা। বিভিন্ন সেশন ও দলগত কাজের মাধ্যমে দিনব্যাপী কর্মশালার পরিচালনা করেন পিইউপি বগুড়ার কর্মসূচী সমন্বয়কারী শেখ আবু রাহাত মো: মাশরুকুল ইসলাম, সহিংস উগ্রবাদ হ্রাসকরণে বগুড়ায় গঠিত প্লাটফর্ম এর সদস্য যথাক্রমে সাংস্কৃতিককর্মী নিভা রানী সরকার ও যুব সংগঠক সঞ্জু রায়। কর্মশালায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপ-সহকারী পরিচালক সেলিম উদ্দিন, রুপান্তর এর ডিভিশনাল কর্ডিনেটর শারমিন জাহান ময়না, তামিম আহম্মেদ, পিইউপি’র প্রোগ্রাম অফিসার নিলুফা ইয়াসমিন প্রমুখ। কর্মশালায় অংশগ্রহণকারীদের অনেকেই জানান, উক্ত বিষয়ে তাদের তেমন কোন বিস্তর ধারণা ছিলোনা। কর্মশালায় অংশ নিয়ে তারা নিজেরা সচেতন হতে পেরেছে। এছাড়াও তারা এখন সমাজের অন্যান্যদেরও সচেতন করতে ভূমিকা রাখতে পারবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন