স্বামীর সঙ্গে সংসার করতে চান, অনশনে স্ত্রী | Daily Chandni Bazar স্বামীর সঙ্গে সংসার করতে চান, অনশনে স্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:১৫
স্বামীর সঙ্গে সংসার করতে চান, অনশনে স্ত্রী
অনলাইন ডেস্ক

স্বামীর সঙ্গে সংসার করতে চান, অনশনে স্ত্রী

স্বামীর সঙ্গে সংসার করতে চান। সে কারণেই অনশনে বসেছেন প্রথম স্ত্রী। মঙ্গলবার দুপুর ২টা থেকে অনশনে বসেন তিনি। এই ঘটনা পশ্চিমবঙ্গের ডোমকল থানার আলীনগর এলাকার। গোলাম সারুয়ার নামের এক ব্যক্তির বাড়ির সামনে অনশনে থাকতে দেখা গেছে তার প্রথম স্ত্রী রেহেনা পারভিনকে।

দুপুর গড়িয়ে বিকেল, তারপর সন্ধ্যা তবুও বাড়ির দরজা না খোলায় গেটের সামনেই সন্তানকে নিয়ে বসে পড়েন। এই শীতের মধ্যেও এমনটা করতে বাধ্য হয়েছেন তিনি।

দীর্ঘ সময় পর ঘটনাস্থানে ডোমকল থানার পুলিশ গিয়ে অনশনে থাকা অবস্থায় ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কয়েক বছর আগে নিজেদের পছন্দে বিয়ে করেন তারা। এরপর তাদের ঘর আলো করে সন্তানের জন্ম হয়। সবকিছু ভালোই চলছিল।

কিন্তু হঠাৎ করেই সাজানো স্বপ্ন ভেঙে গেলো। প্রথম স্ত্রী বাবার বাড়ি চলে আসায় আবার বিয়ে করেছেন গোলাম সারুয়ার। তার প্রথম স্ত্রী তার বিরুদ্ধে এমন অভিযোগই তুলেছেন।

ওই নারীর বাবা বলেন, মেয়েকে তার স্বামীর সংসারে দেওয়ার জন্য নিয়ে এসেছি। কিন্তু দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির গেট খোলেনি কেউ। তাই মেয়ে অনশনে বসেছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন