শেরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত | Daily Chandni Bazar শেরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:৩০
শেরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

শেরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

“প্রাণিসম্পদে সমৃদ্ধ দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" এই শ্লোগানকে প্রতিবাদ্য রেখে বগুড়ার শেরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ডেইরি উন্নয়ন (এলডিডিপি) প্রকল্পের সহযোগিতায় বুধবার (১৬ ফেব্রুয়ারী) দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

প্রানিসম্পদ মুক্তমঞ্চ প্রাঙ্গণে সকাল সাড়ে ১১টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান।

এর পর শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: রায়হানের (পিএএ) সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো: গাউসুর রহমান আলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ময়নুল ইসলাম, বগুড়া জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের ডিপুটি ডিরেক্টর ডা. সাজেদুল ইসলাম, উপজেলা ভাইস চ্যায়ারম্যান জনাব শাহজামাল সিরাজী, শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রমূখ।

প্রদর্শনীর উদ্দেশ্য সম্পর্কে ডা. মো. রায়হান বলেন, দেশের মানুষের নিরাপদ প্রাণিজ আমিষের যোগানসহ কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন এবং জাতীয় অর্থনীতিতে প্রানিসম্পদ দপ্তর অভুতপুর্ব ভূমিকা পালন করছে। এই প্রদর্শনীর মাধ্যমে আমরা সেই বিষয়টি দৃশ্যমান করতে চাই। প্রাণিসম্পদ উৎপাদন, প্রাণিজাত পন্য ও ঔষধ বিপনন, প্রাণিসম্পদ প্রযুক্তি, প্রাণিসম্পদ মেশিনারিজ, উন্নত জাতের প্রাণী, সৌখিন পাখি, পোষা প্রাণী প্রদর্শন ও প্রযুক্তিগত, কারিগরি জ্ঞান সম্প্রসারণের উদ্যেশ্যে সাধারণ মানুষকে অবগত করার জন্যই এমন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, প্রদর্শনীতে ছোট বড় ৫০টি স্টল নিয়ে উদ্যক্তারা অংশগ্রহণ করেন। বিচারক কমটির মুল্যায়নের ভিত্তিতে ৩ ক্যাটেগরিতে ৯জন ও একটি বিশেষ স্টলকে সম্মানী চেক, সম্মাননা সনদ, ক্রেস্ট, যাতায়াত ভাড়া প্রদানসহ সহ সকল অংশ গ্রহনকারীদের সম্মাননা সনদ, ক্রেস্ট, যাতায়াত ভাড়া প্রদান করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন