বগুড়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ক্যাম্পাসে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক।
বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর পাল। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ।
প্রদর্শনীর উদ্বোধ শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অনান্য অতিথরা। দিনব্যাপী প্রদর্শনীতে বিভিন্ন গবাদিপশুর স্টল, প্রাণিজ খাদ্যের স্টল, দুগ্ধজাত পণ্য এবং বিভিন্ন প্রাণিজ প্রযুক্তিসহ প্রাণিজ পণ্যের ও বিভিন্ন টিকা ও ভ্যাক্সিনসহ সর্বমোট ৪৫ টি স্টল রয়েছে। বগুড়া জেলায় এখন প্রায় ১২ লাখ ৮৪ হাজার গরু এবং ৬ লাখ ৪৯ হাজার ছাগল আছে। প্রদর্শনীতে উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, এলবিনো ও গাড়ল নিয়ে উপজেলার প্রান্তিক খামারীরা অংশগ্রহন করেন। এছাড়াও পোষা প্রাণি ও হরেক রকমের পাখির প্রদর্শনীও ছিল চোখে পড়ার মত। প্রাণিজ পণ্যের বিভিন্ন ষ্টলে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। প্রদর্শনীতে সরকারি স্টলের পাশাপাশি, ব্যক্তিগত বেসরকারি সংস্থা ও কোম্পানির প্রতিনিধিরা অংশ গ্রহণ করে। পরে বিকেলে ৪টায় দিনব্যাপী প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর পালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদুর রহমান, জেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ তুষার আহমেদ। অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সামাদ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন