চোখের জলে সিক্ত ভালোবাসায় শেষ বিদায় নিলেন বাপ্পি লাহিড়ি | Daily Chandni Bazar চোখের জলে সিক্ত ভালোবাসায় শেষ বিদায় নিলেন বাপ্পি লাহিড়ি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৫৪
চোখের জলে সিক্ত ভালোবাসায় শেষ বিদায় নিলেন বাপ্পি লাহিড়ি
অনলাইন ডেস্ক

চোখের জলে সিক্ত ভালোবাসায় শেষ বিদায় নিলেন বাপ্পি লাহিড়ি

শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় নিলেন ভারতীয় গায়ক ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ি। আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মুম্বাইয়ের পবনহংস শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

৬৯ বছর বয়সে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মুম্বাইয়ের হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ি। তার ছেলে বাপ্পা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। আজ ভোরে পরিবারসহ সেখান থেকে ভারতে পৌঁছান।

পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাবার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপ্পাও।

শোবিজ অঙ্গনের অনেক তারকা বাপ্পি লাহিড়িকে বিদায় জানাতে শেষকৃত্য অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। এ তালিকায় রয়েছেন- বিদ্যা বালান, শক্তি কাপুর, অলগা ইয়াগমিন, রুপালি গাঙ্গুলি, ভুষণ কুমার, মিকা সিং, উদিত নারায়ণ প্রমুখ। সবাই ছিলেন অশ্রুসিক্ত।

১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি গানের জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ি। হিন্দিতে ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালোবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’ প্রভৃতি ছবিতে সুর দিয়ে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন।

২০২০ সালে তার শেষ গান ছিল ‘বাগি-৩’ ছবির জন্য। কিশোর কুমার ছিলেন বাপ্পির সম্পর্কে মামা। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দুজনই সংগীত জগতের মানুষ। ফলে একমাত্র সন্তান বাপ্পি ছোটবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। মা-বাবার কাছেই পান প্রথম গানের তালিম।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন