ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা মামলায় দিনাজপুরের পার্বতীপুরের এক কলেজছাত্রীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান।
আদালতে আজ জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না ও অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তাদের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান।
২০২০ সালের ২৮ অক্টোবর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক কলেজছাত্রীকে গ্রেফতার করে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। পরদিন ২৯ অক্টোবর সকালে তাকে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে পার্বতীপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মীর শহিদুল ইসলাম বাদী হয়ে ওইদিনই পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন এর ২৫/২৮/৩১ ধারা যুক্ত করা হয়।
ঘটনা আঁচ করতে পেরে ঘটনার দিন রাতে ওই কলেজছাত্রী ছদ্মবেশে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মো. এমদাদুল হক অভিযান চালিয়ে পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে তাকে গ্রেফতার করেন। একই দিন রাতে রেলওয়ে থানা পুলিশ তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন