আধুনিক যন্ত্রের ছোঁয়ায় বদলে যাচ্ছে নন্দীগ্রামের কৃষি কৃষকদের উৎসাহদিতে কৃষি অফিসার নিজেই চালালেন রাইস ট্রান্সপ্লান্টার | Daily Chandni Bazar আধুনিক যন্ত্রের ছোঁয়ায় বদলে যাচ্ছে নন্দীগ্রামের কৃষি কৃষকদের উৎসাহদিতে কৃষি অফিসার নিজেই চালালেন রাইস ট্রান্সপ্লান্টার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:৪৪
আধুনিক যন্ত্রের ছোঁয়ায় বদলে যাচ্ছে নন্দীগ্রামের কৃষি কৃষকদের উৎসাহদিতে কৃষি অফিসার নিজেই চালালেন রাইস ট্রান্সপ্লান্টার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

আধুনিক যন্ত্রের ছোঁয়ায় বদলে যাচ্ছে নন্দীগ্রামের কৃষি
কৃষকদের উৎসাহদিতে কৃষি অফিসার নিজেই চালালেন রাইস ট্রান্সপ্লান্টার

শস্যভান্ডার হিসেবে খ্যাত  বগুড়ার নন্দীগ্রামে দিনকে দিন আধুনিক প্রুযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে নন্দীগ্রামের কৃষি ও কৃষক। এক সময় মানুষেই ভরসা ছিলো জমিতে চারা রোপনের জন্য। কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তির বদলৌতে সেখান থেকে বেরিয়ে এসে মানুষ ঝুঁকছে যন্ত্রের দিকে। যন্ত্রের মাধ্যমে জমিতে চারা রোপন করতে সময়,খরচ ও শ্রম কম লাগে। এতে করে খুব সহজে মানুষ জমিতে চারা রোপন করতে পারছে। চারা লাগানোর আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা লাগানো হলো নন্দীগ্রামের কৈডালা গ্রামের মাঠে। গত বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধায়নে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা লাগানোর প্রযুক্তি প্রদর্শন করা হয়। ট্রেতে বিশেষ প্রযুক্তিতে চারা উৎপাদন করে সেই চারা লাগানো হয় এই যন্ত্রের মাধ্যমে। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা লাগানো হলে সময়, শ্রম এবং অর্থ কম লাগে। কৃষকদেরকে উৎসাহ দেয়ার জন্য এই যান্ত্রিক প্রযুক্তি প্রদর্শনের আয়োজন করা হয় । এই প্রযুক্তিটি দেখতে আশেপাশের দূর-দূরান্তের কৃষক-কৃষাণীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এবং ক্রমেই ভীড় বাড়তে থাকে। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে উপস্থিত কৃষকদেরকে যন্ত্রের নানা সুবিধা ও কলা কৌশল নিয়ে ব্রিফিং দিতে দেখা যায়। যন্ত্রটি চলাকালে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন এলাকার কৃষক-কৃষানী। কৃষক মোঃ লতিফ বলেন এই যন্ত্র আগে আসলি কত ভালোই হইতো। উপজেলা কৃষি অফিসার মোঃ আদনান বাবু জানান, ধানের চারা লাগানোর একটি আধুনিক এবং যুগোপযোগী যন্ত্র হলো রাইস ট্রান্সপ্লান্টার।  এক বিঘা জমিতে ধানের চারা লাগাতে মাত্র পঞ্চাশ মিনিট সময় লাগে। জ¦ালানী লাগে মাত্র সত্তর টাকার। খুব অল্প সময়ে, কম পরিশ্রমে ধানের চারা লাগানো যায়। নন্দীগ্রামের কৃষকদের মাঝে ব্যপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদের সুবিধার্থে পঞ্চাশ ভাগ ভর্তুকি মূল্যে এই সকল যন্ত্র কৃষকদের মাঝে সরবরাহ করছে। আগামীদিনের কৃষিতে যান্ত্রিকীকরণের কোন বিকল্প নেই।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন