মালিতে বাংলাদেশ ফর্মড পুলিশের নেতৃত্বে প্রতিরক্ষা মহড়া | Daily Chandni Bazar মালিতে বাংলাদেশ ফর্মড পুলিশের নেতৃত্বে প্রতিরক্ষা মহড়া | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:৫৩
মালিতে বাংলাদেশ ফর্মড পুলিশের নেতৃত্বে প্রতিরক্ষা মহড়া
অনলাইন ডেস্ক

মালিতে বাংলাদেশ ফর্মড পুলিশের নেতৃত্বে প্রতিরক্ষা মহড়া

মালিতে কর্মরত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনাইটেড ন্যাশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালির (মিনুসমা) গুন্দাম ক্যাম্পের নিরাপত্তায় বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২-এর ৭০ জন পুলিশ সদস্য ও আইভরি কোস্ট সেনাদের যৌথ প্রতিরক্ষা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মালির স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ মহড়া অনুষ্ঠিত হয়।

জাতিসংঘের আঞ্চলিক বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কেস মাথিজসেন ও সংস্থাটির প্রতিনিধিদলের সদস্যরা ওই সময় যৌথ মহড়া পর্যবেক্ষণ করেন। তারা মহড়ার ভূয়সী প্রশংসা করেন।

বিএএনএফপিইউ-২-কমান্ডার মোহাম্মদ শাহিনুর আলম খানের নেতৃত্বে ৭০ জন পুলিশ সদস্য ক্যাম্প নিরাপত্তা যৌথ মহড়ায় অংশ নেন।

বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে, বিশেষত মালিতে পেশাদারত্বের সঙ্গে ভূমিকা পালন করে আসছে। পৃথিবীর সবচেয়ে দুর্গম ও ঝুঁকিপূর্ণ মিশনের অন্যতম মালির গুন্দাম। সেখানে বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য কর্মরত রয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন